Coder Peshajibi Samabay Samity Ltd. is a voluntary, professional and non-political organization, which was established in 2023 and is in the process of registration with the Bangladesh Cooperatives Department in 2025, whose file no. is 255358. Our goal is to increase cooperation among professionals and work towards their professional and financial development. We organize various trainings, workshops and seminars so that members can enhance their skills and be successful in their professional lives. Our members work in different professional fields and we exchange knowledge and experience among them. To create a strong financial and professional platform for the members of the association, where members can jointly invest, run businesses and share profits. We believe that through cooperation and cooperative work, we can achieve our goals and build a better and prosperous future for our members.
কোডার পেশাজীবী সমবায় সমিতি লিঃ একটি স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও অরাজনৈতিক প্রতিষ্ঠান, যাহা ২০২৩ইং সালে প্রতিষ্ঠা করা হয়েছে এবং ২০২৫ইং সালে বাংলাদেশ সমবায় অধিদপ্তরে নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে, যাহার ফাইল নং- ২৫৫৩৫৮। আমাদের লক্ষ্য হলো পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং তাদের পেশাগত ও আর্থিক উন্নয়ন সাধনে কাজ করা। আমরা বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করি যাতে সদস্যরা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং পেশাগত জীবনে সফল হতে পারে। আমাদের সদস্যরা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কাজ করে এবং আমরা তাদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করি। সমিতির সদস্যদের জন্য একটি শক্তিশালী আর্থিক এবং পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সদস্যরা যৌথভাবে বিনিয়োগ করে, ব্যবসা পরিচালনা করে এবং মুনাফা ভাগাভাগি করতে পারে। আমরা বিশ্বাস করি যে, সহযোগিতা ও সমবায় মূলক কাজের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব এবং আমাদের সদস্যদের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে পারব।